- ((((শিক্ষিত রাও বনের পশু হয়)))
লেখক★★ এ,কে. আজাদ**♥♥
আজকাল আমাদের সমাজে নানা রকমের পণ্যকিনতে পাওয়া যায়। রকমারি এসব পণ্যের
সাথে নানা কিছু বিনামূল্যেও দেয়া হয়। ফলে
পন্যের পসার কতোটা বাড়ে জানি না- তবে
ঢুকে পড়ছে আমাদের প্রতিদিনের জীবনে। সে📹আসরাফ ভাইয়ের সাথে কিছু সময়
- https://www.facebook.com/akakishadhin.akakishadhin
ঢুকুক! আপত্তি নেই। অনেকেরই হয়তো আপত্তি
আছে, থাকবেও- কারণ গণতান্ত্রিক দেশে
ভিন্ন মত থাকতেই পারে এবং তা প্রকাশেও
কোনো বাধা দেখি না।
কিন্তু এ পণ্যের সমাহারে একটা বিষয় বেশ
খটকা ঘটছে। এতোদিন বিষয়টা নিয়ে নানা
জনে নানা কথা বলেছেন, কেউ কেউ বিষয়টি
নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম
করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো
অনেককেই বিষয়গুলো নিয়ে নানা রকম বাজে
মন্তব্য করেছি।
কিন্তু এবার সলতে পুড়ে নিজের শরীরে আগুন
লাগছে। বার্ন ইউনিটের ডাক্তার
জানিয়েছেন- পুড়ে গেছে অধিকাংশ অঞ্চল,
তবুও আমাদের হুঁশ হয়েনি। কারণ যা পুড়েছে
তার পুরোটাই আমাদের বিবেক; বিবেক পুড়লে
আমাদের তো কোনো ক্ষতি নেই। কিন্তু এখনো
যদি সচেতন না হোন- তবে কিন্তু আসছে দিন
বেশ খারাপ। এতটুকু নিস্তার পাবার জো নেই।
বিষয়টা কী?(চলতে থাকব
https://www.azadbd24.blogspot.com https://www.facebook.com/akakishadhin.akakishadhin
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন