শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

কি হবে বিজয় দিয়ে /এ,কে,আজাদ

এত লাশের বিনিময়ে আজ আমরা কি পেলাম,?
বে হিসাবি মা বোনের ইজ্জ্বতে বিনিময়ে আজ আমরা কী পেলাম,? আমরা বাচতে চাই আমারা বাচার স্বাধীনতা চাই, আমরা আমাদের অধিকার চাই।যে স্বাধীনতায় আজ পিস্তলের ভয় থাকে।
যে স্বাধীনতায় ছুরির ভয় থাকে,সে স্বাধীনতা আমি চাই না।
স্বাধীনতা প্রসংগে করি এ,কে,আজাদ কে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

কোন মন্তব্য নেই: