শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

স্টাফ:

     সফল ভাবে নাসিকের নির্বাচনে দায়িত্বশীলের সাথে

ডিউটি করেছেন,বাংলাদেশ আনসার বাহিনী।   

অন্য
ন্যা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, জেলার সদর, উপজেলা আনসার বাহিনীর ভুমিকা ও
ছিল গুরুত্ব পূর্ন,এবং ভোট

সদস্যাদের দ্ধারা নিরাপত্তার চাঁদরে ধাকা।
এর আগে আনসার ও ভি.ডি.পি. সদস্য ও সদস্যদের
মাধ্যেমে জেলা র্নিবাচনী অফিস থেকে বেলট পেপার,
ব্যালট বক্্র সহ আনুসাঙ্গিক জিনিষ পত্র খুব সর্তকতার
সাথে কেন্দ্রে নিয়ে যান ভোটের আগের দিন এবং ঐ
দিনে থেকে ভোটের দিন পর্যন্ত তারা দক্ষতার সাথে
তাদের দায়িত্ব পালন করে থাকে ।
সদর উপজেলা অফিসার অজিত কুমার দাসের দায়িত্ব ও
ছিল গুরুত্বপূর্ন , তিনি এই আনসার ও ভি.ডি.পি. সদস্য ও
সদস্যদের বাছাই পর্ব থেকে শুরু করে নির্বাচনী পর্যন্ত
তার তদারকি গুরুত্বের সাথে পালন করেন । তাছাড়া
তিনি নিজের ষ্ট্রাইকিং ফোর্সসহ নিয়ে বিভিন্ন ভোট
কেন্দ্রে পরির্দশন করেন ।
এই প্রতিবেদক তাহার কাছে এই বিষয় জানতে চাইলে
তিনি জানান যে, নাসিকের এই র্নিবাচন একটি গুরুত্ব
পূর্ন নির্বাচন । তাই আনসার ও ভি.ডি.পি. সুদক্ষ জেলা
কমান্ড্যান্ট মহোদয়ের সুপরিকল্পিত দিক নির্দেশনায়
আনসার ও ভি.ডি.পি. সদস্য ও সদস্যাদের নিয়ে গুরুত্ব
সহকারে পালন করে যাচ্ছি । এছাড়াও আনসার ও
ভি.ডি.পি. প্রত্যেক সদস্য সদস্যারা অনেকটা উৎসাহ
উদ্বীপনা নিয়ে যারযার দ্বায়িত্ব পালন করে যাচ্ছে সৎ
ও সততার মধ্য দিয়ে। এই চৌকস অফিসার আরো বলেন
আমরা এই র্নিবাচনকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর
মতো খুবই গুরুত্বে সাথে নিয়েছি । এবং ভোটাররা
নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।
আমি আশা করি আমরা নাঃগঞ্জ বাসিকে একটি সুন্দর ও

  • সুশৃংখল র্নিবাচন উপহার দিতে পারবো ইনশাল্লাহ্ 📳📳🌃770354894

কোন মন্তব্য নেই: