সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

খানসামা প্রতিনিধিঃএক নজরে দেখে নিন খানসামা ডিগ্রী কলেজ জাতীয়করণ চাই আন্দোলননের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচীঃ

এক নজরে দেখে নিন খানসামা ডিগ্রী কলেজ জাতীয়করণ চাই আন্দোলননের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচীঃ
২০ ডিসেম্বরের কর্মসূচি পররাষ্ট্র মন্ত্রী,  ডিসি ও ইউ.এন.ও. স্যারের বিশেষ অনুরোধে কর্মসূচী স্থগিত করা হয়েছে।
২৩ ডিসেম্বর, ২০১৬ পররাষ্ট্রমমন্ত্রীর সাথে দিনাজপুর সার্কিট হাউজে আন্দোলন কমিটির   বৈঠক,সেখানে উপস্থিত  থাকবেন ডিসি, এসপি অনেকে। এসপি বলেছেন, তিনি খানসামা ডিগ্রী কলেজ জাতীয়করণ ঘোষণা মন্ত্রীর মাধ্যমে করাতে পারলে ভাল না পারলে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে আশ্বাস দিয়েছেন।

২৪ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উন্নয়নমূলক কাজ উদ্বোধন করবেন দিনাজপুরে। সেই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দাবি জানানোর সম্ভাবনা আছে।

২৫ ডিসেম্বর থাকছে না কোন কর্মসূচি।

২৬, ২৭ ডিসেম্বর খানসামায় ধর্মপুর, বাদশা বাজার হতে জয়গঞ্জ, মরিয়মবাজার, বাশুলী হয়ে খানসামা ডিগ্রী কলেজ পর্যন্ত  বৃহৎ মানববন্ধন।

২৮ ডিসেম্বর দিনাজপুর প্রেস ক্লাব চত্ত্বরে কয়েক হাজার লোকের জমায়েতে মানববন্ধন এবং ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ। সেখানে খানসামার সকল ছাত্র-ছাত্রী, পেশাজীবী, শুভাকাঙ্ক্ষীদের মানববন্ধন এবং স্বারকলিপি প্রদানে স্বশরীরে উপস্থিত থেকে জাতীয়করণ এবং এলাকার উন্নয়নে সহায়তা করবেন।

বিঃদ্রঃ- খানসামার সকল পেশাজীবী, কর্মজীবী, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী সকলকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই জাতীয়করণ এবং এলাকার উন্নয়নে সোচ্চার হোন। বিশেষ করে, ঢাকা, দিনাজপুরের সকল শ্রেণির মানুষকে বলবো আপনার একে-অপরের সাথে যোগাযোগ করে খানসামার আন্দোলন কমিটির সাথে কথা বলে, প্রেস-ক্লাবের সামনে মানববন্ধনের ব্যবস্থা করেন। বিজয় আমাদের হবেই হবে।।

কোন মন্তব্য নেই: