https://facebook.com/akakishadhin.akakishadhin.com
ঘটনা প্রসঙ্গে যা বললেন হাছান মাহমুদ
আজাদী প্রতিবেদন ।।
রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলাকারীরা স্থানীয় সাংসদ হাছান মাহমুদের ‘অনুগত’ বলে যে অভিযোগ বিএনপি করেছে তা অস্বীকার করেছেন হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি নেতাদের গাড়ির ধাক্কায় দুজন আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, ‘প্রথমত এই ঘটনা যখন ঘটে তখন আমি বিমানে ছিলাম। বিমান থেকে নেমেই শুনেছি তাদের গাড়ি বহরে হামলা হয়েছে।
এটা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা।’
এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘রাঙ্গুনিয়ার সমস্ত লোকই তো আমার ভোটার। এখানে একটি প্রশ্ন আছে আমার। প্রথমত তারা পাহাড় ধস ঘটনার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার ছয়দিন পর এসেছেন। তাছাড়া ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ওসি তাদেরকে বলেছেন, কঠোর নিরাপত্তার মাধ্যমে রাঙামাটি পৌঁছে দিবেন। কিন্তু তারা ফেরত গেছেন। তাই আমার জিজ্ঞাসা, তারা কি ত্রাণ দিতে ,এসেছেন, নাকি ঘটনা ঘটাতে এসেছেন।’ হামলার ঘটনার সঙ্গে আওয়ামী-যুবলীগের কেউ দায়ী নয় বলেও জানান তিনি।
মাটির ঝুঁড়ি মাথায় হাছান মাহমুদ রাঙ্গুনিয়ায়
এদিকে গতকাল বিকালে ড. হাছান মাহমুদকে রাঙ্গুনিয়ায় মাটির ঝুড়ি মাথায় নেতাকর্মীদের সাথে রাস্তা মেরামত কাজে দেখা গেছে।
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার পৌর এলাকায় নিজেই মাটি কেটে মাথায় নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ধসে যাওয়া অবকাঠামো স্বেচ্ছাশ্রমে মেরামত কার্যক্রম উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। পৌরসভার ৫নং ওয়াডের্র লক্ষ্মীর খিল গুচ্ছগ্রামের সড়ক মেরামতের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের ড. হাছান মাহমুদ বলেন, আমার এলাকায় পাহাড় ধসে ২৭ জনের মৃত্যু হয়েছে। আটটি ইউনিয়নের ৪৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে এসব রাস্তা মেরামতের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই মেরামত কাজে যুক্ত থাকবে। তিনি বলেন, সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে সব কিছু মেরামত করা সম্ভব নয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুততার সাথে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করায় সাধারণ মানুষ দুর্ভো্গ থেকে মুক্তি পাবে। তিনি বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে।
ঘটনা প্রসঙ্গে যা বললেন হাছান মাহমুদ
আজাদী প্রতিবেদন ।।
রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলাকারীরা স্থানীয় সাংসদ হাছান মাহমুদের ‘অনুগত’ বলে যে অভিযোগ বিএনপি করেছে তা অস্বীকার করেছেন হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি নেতাদের গাড়ির ধাক্কায় দুজন আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, ‘প্রথমত এই ঘটনা যখন ঘটে তখন আমি বিমানে ছিলাম। বিমান থেকে নেমেই শুনেছি তাদের গাড়ি বহরে হামলা হয়েছে।
এটা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা।’
এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘রাঙ্গুনিয়ার সমস্ত লোকই তো আমার ভোটার। এখানে একটি প্রশ্ন আছে আমার। প্রথমত তারা পাহাড় ধস ঘটনার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার ছয়দিন পর এসেছেন। তাছাড়া ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ওসি তাদেরকে বলেছেন, কঠোর নিরাপত্তার মাধ্যমে রাঙামাটি পৌঁছে দিবেন। কিন্তু তারা ফেরত গেছেন। তাই আমার জিজ্ঞাসা, তারা কি ত্রাণ দিতে ,এসেছেন, নাকি ঘটনা ঘটাতে এসেছেন।’ হামলার ঘটনার সঙ্গে আওয়ামী-যুবলীগের কেউ দায়ী নয় বলেও জানান তিনি।
মাটির ঝুঁড়ি মাথায় হাছান মাহমুদ রাঙ্গুনিয়ায়
এদিকে গতকাল বিকালে ড. হাছান মাহমুদকে রাঙ্গুনিয়ায় মাটির ঝুড়ি মাথায় নেতাকর্মীদের সাথে রাস্তা মেরামত কাজে দেখা গেছে।
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার পৌর এলাকায় নিজেই মাটি কেটে মাথায় নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ধসে যাওয়া অবকাঠামো স্বেচ্ছাশ্রমে মেরামত কার্যক্রম উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। পৌরসভার ৫নং ওয়াডের্র লক্ষ্মীর খিল গুচ্ছগ্রামের সড়ক মেরামতের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের ড. হাছান মাহমুদ বলেন, আমার এলাকায় পাহাড় ধসে ২৭ জনের মৃত্যু হয়েছে। আটটি ইউনিয়নের ৪৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে এসব রাস্তা মেরামতের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই মেরামত কাজে যুক্ত থাকবে। তিনি বলেন, সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে সব কিছু মেরামত করা সম্ভব নয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুততার সাথে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করায় সাধারণ মানুষ দুর্ভো্গ থেকে মুক্তি পাবে। তিনি বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন