শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

আছি ভালো

তোমার দেওয়া সতো বেদনাও আমি ভালো আছি।
তোমার অবহেলায় আমি মরে যাইনি তাইতো
অনেক ভালো আছি।
এখনো তোমার চলার পথে ছুটে আছি
ভেবনা আমি মরে গেছি,
তোমার দেওয়া বেদনায় আমি বেচে আছি।

কোন মন্তব্য নেই: