রবিবার, ২০ মে, ২০১৮

গাজীপুরে আবাসি হোটেলে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

mobile.facebook.com/bdansarbahini


গাজীপুর জেলার সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর মহোদয়ের নির্দেশে আজ গাজীপুরের ০৪ টি (রোজ ভ্যালী, বন্ধু বোর্ডিং, বৈশাখী এবং বিলাস) আবাসিক হোটেলে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুরের এনডিসি জনাব বি, এম, কুদরত-এ-খুদা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আহমেদ।
এসব হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অবাধ যৌনাচার বিপণনের অভিযোগ রয়েছে। অভিযানে আটককৃতদের জনকে অশ্লীল ও আপত্তিকর অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
হোটেলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গাজীপুরের এসব নামমাত্র আবাসিক হোটেলগুলো মাদকের অবাধ বিস্তার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অস্থিরতার অন্যতম উৎস হিসেবে পরিচিত। ব্যাটেলিয়ন আনসার, স্থানীয় ব্যবসায়ী এবং সর্বস্তরের জনতা এই অভিযানে সক্রিয় সহায়তা প্রদান করেন এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানান।
একই সাথে আপনাদের এলাকায় এ ধরণের কোন হোটেল চালু থাকলে ঠিকানাসহ ছবি কমেন্টসে প্রদানের জন্য অনুরোধ করা হলো।

কোন মন্তব্য নেই: