শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

স্বাধাীন আহম্মেদ ♥♥প্রথম দিনে মুখোমুখি সিলেট-ঢাকা

ক্রীড়া প্রতিবেদক।

https://facebook.com/akakishadhin.akakishadhin.com
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে
সিলেটের মানুষের মালিকানাধীন কোন দল।
এবারের সিলেটের দলটির নাম সিলেট
সিক্সার্স। আর এবারই প্রথমবারের মত
সিলেটে আয়োজিত হচ্ছে দেশের ক্রিকেটের
সবচাইতে রমরমা আসর বিপিএল। প্রাকৃতিক
সৌন্দর্যের লিলভিুমি চা বাগান আর
পাহাড়ে ঘেরা সিলেটের আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠছে
এবারের বিপিএলের। স্বাগতিক সিলেট
সিক্সার্স এবং বিপিএলের বর্তমান
চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের মধ্যকার
ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াবে বিপিএলের
পঞ্চম আসর। এরই মধ্যে সাতটি দলের হয়ে
বিপিএলে অংশ নিতে দেশের এবং বিদেশের
সেরা সব ক্রিকেটারের যেন মেলা বসেছে
সিলেটে। পুণ্যভুমি সিলেট এখন যেন
ক্রিকেটের ভুমি। এমনিতেই সিলেট
ক্রিকেটের অন্যতম উর্বর ভূমি। আর দেশের
ক্রিকেটের সে উর্বর ভূমিতে আজ মাঠে
গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসর। বিপিএলের
আগের চারটি আসর বসেছিল রাজধানী ঢাকা
ও বন্দর নগরী চট্টগ্রামে। ঢাকার শেরে
বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সীমাবদ্ধ ছিল
আগের চারটি বিপিএলের খেলাসমূহ।
বিপিএলের আগের আসরগুলোতে বর্ণাঢ্য
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হলেও
এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাদ
দেওয়া হয়েছে বন্যার্তদের সহায়তার জন্য।
ফলে একেবারে সাদামাটাভাবে মাঠে
গড়াচ্ছে এবারের বিপিএল। তবে উদ্বোধনী
অনুষ্ঠানের আকর্ষণটা না থাকলেও মাঠের
লড়াইয়ের আকর্ষণ কিন্তু ক্রমেই বাড়ছে
বিপিএলে। আর সে কারণেই কিনা বিপিএলে
ভিড় জমে তারকাদের। যদিও ভারতের
আইপিএলের মত অত বেশি সংখ্যার শীর্ষ ও
বিশ্ব তারকার সমারোহ নেই বিপিএলে
তারপরও যারা আছেন তারা সবাই বিশ্ব
তারকা। বিপিএলেও ভারত এবং
অস্ট্র্রেলিয়া ছাড়া সব টেস্ট খেলুড়ে দেশের
নামি–দামি তারকার মিলন মেলা বসেছে।
এবারের আসরে ক্রিস গেইল, ব্রেন্ডন
ম্যাককুলাম, কুমারা সাঙ্গাকারা, শহীদ
আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সুনিল নারিন,
কিয়েরন পোলার্ড, ড্যারেন স্যামি, লুক রাইট,
রবি বোপারা, হাসান আলি, সরফরাজ আহমেদ,
মোহাম্মদ হাফিজ, ফখর জামান আর মোহাম্মদ
আমিরের মত তারকারা থাকছে এবারের
আসরে। আর সে সাথে দেশের সব সেরা
তারকারাতো থাকছেই। সব মিলিয়ে জমজমাট
লড়াই হবে এবারের বিপিএলে তেমনটি বলাই
যায়। এবারের আসরে যে সাতটি দল অংশ
নিচ্ছে তারা হলো, ঢাকা ডাইনামাইটস,
চিটাগাং ভাইকিংস, কুমিল্লা
ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, খুলনা
টাইটান্স, রংপুর রাউডার্স এবং সিলেট
সিক্সার্স। আর এই সাত দলের হয়ে খেলছে
বিশ্বের সেরা সব তারকারা। প্রথম দিনে দুটি
খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে
ঢাকা ডাইনামাইটসের প্রতিপ স্বাগতিক
সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয়
ম্যাচে গত আসরের রানার্স আপ রাজশাহী
কিংস খেলবে রংপুর রইডার্সের বিপক্ষে।
বর্তমান বিশ্বে টি–টোয়েন্টি ক্রিকেট মানে
আনন্দ আর বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ।
টি–টোয়েন্টি ক্রিকেট মানে চার আর
ছক্কার ফুলঝুরি। আর সে চার–ছক্কার
উম্মাদনা দেখতে দর্শকরাও হুমড়ি খেয়ে পড়ে
মাঠে। আইসিসির পরিবর্তিত নিয়ম, প্রযুক্তির
নতুন ছোঁয়া, দুটি দলের নতুন মালিকানা, আর
বিশ্ব তারকাদের সরব উপস্থিতি সব মিলিয়ে
নতুন এক আবহে শুরু হচ্ছে আইপিএলের পঞ্চম
আসর। বিপিএলের সিলেট পর্ব চলবে পাঁচ দিন।
তবে খেলা হবে ৪ দিন। আজ ও আগামীকাল
দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮
নভেম্বর রাতেই শেষ হবে বিপিএলের সিলেট
পর্ব। এরপর বিপিএল পাড়ি জমাবে ঢাকায়। ১১
নভেম্বর শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। চলবে
২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে আসবে
চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪
নভেম্বর। ২৯ নভেম্বর চট্টগ্রাম পর্ব শেষ করে
বিপিএল শেষ উত্তেজনার জন্য আবার ফিরবে
ঢাকায়। আর ফিরতি পর্বে ঢাকায় ১২
ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সাত দল,
তিনটি ভেন্যু। ৩৯ দিন আর ৪৬টি ম্যাচ। আর
সবশেষ একটি মাত্র ট্রফি। সে ট্রফি কার
হাতে শোভা পাবে সেটা জানতে আপাতত
অপেক্ষা করতে হবে আগামী ১২ ডিসেম্বর
পর্যন্ত।

কোন মন্তব্য নেই: