https://facebook.com/akakishadhin.akakishadhin.com
শিল্পীঃ আসিফ আকবর
এ্যালবামঃ প্রিয়া কাছে নাই
মিথ্যে অভিযোগে করেছো অপরাধী
আসলে যা সত্যি নয়
কষ্টের কাঁটাতারে রেখেছো বেঁধে
ক্ষত বিক্ষত এ হৃদয়
এতোটা দুঃখ না দিলেও পারতে
ভাঙ্গা মন কি করে তাস হয়
ভুল সবই ভুল মন, ভুলেরই কারাগারে
একে একে কাটছে প্রহর, ঝড় বয়ে যায় প্রেম
নিয়তির পরিহাসে, জড়ালো দুঃখেরই চাঁদর
কেউ জানে না শুধু, তুমি তো জানো
পাইনি সুখের আশ্রয় .......
নীড় হারা পাখি হয়ে, কাটে দিন অবশেষে
একাকী বিরহের চরে, যায় প্রেম ভেসে যায়
চোখের জলের সাথে, তবে কি যাবে প্রেম মরে
বিশ্বাস অবিশ্বাসের মাঝে, মন কেঁদে বলে
এখনো আমাকে তুমি ভাবো নিশ্চয়
এই ব্লগে লিখেছেন (স্বাধীন)
শিল্পীঃ আসিফ আকবর
এ্যালবামঃ প্রিয়া কাছে নাই
মিথ্যে অভিযোগে করেছো অপরাধী
আসলে যা সত্যি নয়
কষ্টের কাঁটাতারে রেখেছো বেঁধে
ক্ষত বিক্ষত এ হৃদয়
এতোটা দুঃখ না দিলেও পারতে
ভাঙ্গা মন কি করে তাস হয়
ভুল সবই ভুল মন, ভুলেরই কারাগারে
একে একে কাটছে প্রহর, ঝড় বয়ে যায় প্রেম
নিয়তির পরিহাসে, জড়ালো দুঃখেরই চাঁদর
কেউ জানে না শুধু, তুমি তো জানো
পাইনি সুখের আশ্রয় .......
নীড় হারা পাখি হয়ে, কাটে দিন অবশেষে
একাকী বিরহের চরে, যায় প্রেম ভেসে যায়
চোখের জলের সাথে, তবে কি যাবে প্রেম মরে
বিশ্বাস অবিশ্বাসের মাঝে, মন কেঁদে বলে
এখনো আমাকে তুমি ভাবো নিশ্চয়
এই ব্লগে লিখেছেন (স্বাধীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন