বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

https://facebook.com/akakishadhin.akakishadhin.com
আহম্মেদ)
টংগুয়া<খানসামা>একটি বাস্তব মনের
কথা। মাগো মনে পড়ে তোমায়
https://
facebook.com/akakishadhin.akakishadhin.com
লেখক,(এ,কে,আজাদ) খুব মনে পড়ে মাগো♥♥♥♥♥
গায়ে জ্বর নিয়ে তোমায় লিখছি মাগো।
তোমায় চিঠি লিখছি কেনো, জানো মা?
ফোনে যদি তোমাকে বলি আমার জ্বর হয়েছে,
তাহলে তুমি অনেক চিন্তা করবে। বাবাও
করবে। দুজনরই তো বয়স হয়েছে, নাকি? কিন্তু
তোমাকে না বললে যে
জানটা বের হয়ে যায়।
মা, তুমি কেমন আছ?
আচ্ছা মা, আমাদের লিপু কেমন আছে?
একটা নয়তো, অনেক জন।বাড়ি ভর্তি মানুষ মানুষগুলোকে
অনেক মিস করছি। মা,আসফির জর কমেছে তার কী খবর?
গতবার অনেক গতবার অনেক কেদেঁছিলো পাগলিটা।
মামাদের
বাড়িতে আমার জন্য তোমার  কান্নাটা আজ আমাকে
কাদিয়ে যায় । খুব
মনে পড়ে মাগো।জানি তুমি আর বাবা ছারা আমায়
কেউ মিস করে না।
মা, ওদের জিজ্ঞেস করো তো, ওরা কি আমাকে
খুব মিস করে?
হলদে পাখিটা কি আমাকে মিস
করে? সন্ধ্যার জোনাকির দল কি আমার কথা
ভাবে? তোমার সঙ্গে প্রতিদিনই ওদের কথা হয়,
দেখা হয়। জিজ্ঞেস করো তো, জোছনা রাতের
কবিতার মতো চাঁদটা আমার জন্য অপেক্ষা করে
নাকি? বাবা এতো বেশি বয়সে বাড়ির অনেক কাজেই
করে।আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, মা।
সহজ, সরল, মাটির মানুষ। সৎ-পরিশ্রমী ও
দায়িত্বশীল একজন বাবা। মা, বাবা হয়তো
আমাকে ছোটবেলায় অ, আ, ক, খ পড়ায়ছিলো, সেই
সুযোগটা আমার হয়েছে।
জীবনের সবচেয়ে সোনালি সময়টা ত্যাগ
করেছে আমাদের সুখের জন্য। তবে বাবার কাছ
থেকে আমি শিখেছি ত্যাগ আর ভালোবাসা।
প্রিয় মানুষের জন্য ত্যাগ আর তাদের জন্য
অপরিসীম ভালোবাসা।
মা, আমিও বাবার মতো সবাইকে ভালোবাসতে
চাই। সবার জন্য ত্যাগ স্বীকার করতে চাই।
সবাইকে ছুঁয়ে যেতে চাই।
মা জানো, নিজেকে মাঝেমধ্যে তোমাদের
কাছ থেকে খুব দূরে দূরে মনে হয়। কারণ,
তোমাদের জন্য এখনো কিছু করতে পারিনি
আমি। আমার বড় ভাইগুলো অনেক ভাগ্যবান। ওদের
জন্য আমি খুব গর্ব অনুভব করি। যদিও কনো ভাই বলে
আমারএকটা সংসার আছে আমি আর পারবনা
তবু একজন কী একজন তোমার পাশে থাকেই, বাবার মতো
ও খুব ত্যাগী আর সৎ। দারুণভাবে গোটা সংসার
চালিয়ে নিচ্ছে। তুমি দেখো মা, আমি আমার
লক্ষ্য ছোঁব, তোমাদের সবাইকে খুশি করব। শুয়ে
শুয়ে লিখছি বলে আঙুলে ব্যথা হচ্ছে, মা।
তোমার দোয়ায় যেন তাড়াতাড়ি জ্বর সেরে
যায়, আবার যেন হাসতে পারি।
ইতি, তোমার আদরের ছেলে।
Google-এ এটির সুপারিশ করুন
একটি মন্তব্য পোস্ট করুন
একটি লিঙ্ক তৈরি করুন
কোন মন্তব্য নেই:
https://facebook.com/
akakishadhin.akakishadhin.com
অনুসরণকারীরা (1)
অনুসরণ
অনুসরণকারীazadbd24.com
অনুসরণকারী
http://azadb24.com
azadbd24.com
https://azadbd24.com
অনুসন্ধান
www.azadbd24.blospot.com
Azad bd24
আমি বাংলাকেই ভালোবাসি
২টি চেনাশোনা
Google a.k.azad
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট লেখক মো:আবুল
কালাম আজাদ
(স্বাধীন আহম্মেদ)
টংগুয়া<খানসামা>একটি বাস্তব মনের
কথা। মাগো মনে পড়ে তোমায়
Azad bd24
2টি চেনাশোনা 6
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন
আমি একজন সাধারন ঘরের ছেলে,আমি
চাই আমার কাছ থেকে কেউ যেন কষ্ট না
পায়,
▼ 2017 (13)
▼ February (5)
(স্বাধীন আহম্মেদ)
টংগুয়া<খানসামা>একটি বাস্তব
মনের ...
বসন্ত এলো প্রানে,তাইতো হারিয়ে
যেতে চায় মনটা অচেনাত...
এক নজরে ৩৭ তম জাতীয় সমাবেশে
আনসার ভিডিপির পরিচিতি
স্বাধীন আহম্মেদঃসবাই বিপদে পরলে
খোজ করে?
স্বাধীন আহম্মেদঃসবাই বিপদে পরলে
খোজ করে?
► January (8)
► 2016 (26)
https://azadbd24.blogspot.com
অনুসন্ধান
https://www.azadbd24.blospot.com
অনুসন্ধান

কোন মন্তব্য নেই: