azadbd24.com
প্রতিষ্ঠাতা ও সম্পাদক, ♥♥♥স্বাধীন আহম্মেদ♥♥♥
বুধবার, ১৩ মার্চ, ২০২৪
*** Don't post pictures of your Sahr & Iftar ***
Please don't post pictures of your sahr & Iftar foods. Because, some people posting these pictures only to show how rich they are and to show how much they have celebrated. But they never realize that most of the people in world don't even have food to eat in Sahr and Iftar.
*** আপনার সাহর এবং ইফতারের ছবি পোস্ট করবেন না ***
অনুগ্রহ করে আপনার সাহর ও ইফতারের খাবারের ছবি পোস্ট করবেন না। কারণ, কেউ কেউ এই ছবিগুলো পোস্ট করেন শুধুমাত্র তারা কতটা ধনী তা দেখানোর জন্য এবং তারা কতটা সেলিব্রেট করেছেন। কিন্তু তারা কখনই বুঝতে পারে না যে বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে সাহর এবং ইফতারে খাওয়ার মতো খাবারও নেই।
আমাদের বিবেক বুদ্ধি দিয়ে ভাবতে ওারিনা কেনো।
সোমবার, ৪ মার্চ, ২০২৪
বাংলাদেশ ব্যাটালিয়ন আনসারে নিয়োগে বাছাই মাঠ
ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রর্থীরা ব্যাটালিয়ন আনসারের প্রাথমিক বাছাইয়ের জন্য ০৮/০৩/২০২৪ ইং তারিখে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।।
ময়মনসিংহ, জামালপুর ও নারায়নগঞ্জ জেলার প্রার্থীদের ০৯/০৩/২০২৪ ইং তারিখে প্রাথমিক বাছাইয়ের জন্য মাঠে যেতে হবে।
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,বান্দরবান ও দিনাজপুর জেলার প্রর্থীদের প্রাথমিক বাছাইয়ের জন্য ১০/৩/২০২৪ ইং তারিখে মাঠে যেতে হবে।
রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের জন্য ১১/০৩/২০২৪ ইং তারিখে মাঠে যেতে হবে। নিউজ নিয়োগ
সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন মাঠ করার জন্য
দোয়া ও শুভকামনা রইল সবার জন্য 🌸
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
আনসার সদস্যদের দায়িত্ব অনেক
কল্যাণময় কাজগুলো করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির কে বিভিন্ন রকম দুর্যোগ থেকে রক্ষা করতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।বাংলা এখন বিপদ গ্রস্থ হয়ে দাঁড়িয়ে থাকে তখনই তার পাশে দাঁড়িয়ে যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য। আনসার বাহিনীর সদস্য গুলো সততার সাথে তাদের দায়িত্ব পালন করে।
এখনো বেঁচে আছে মানবতা।
জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
নির্বাচন যেন হয় তার জন্য জীবন বাজি ধরে শত্রুদের করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটি সদস্য।
পায়ে বুট নেই জুতো পরেই অস্ত্র হাতে তুলে নিয়েছে,দায়িত্ব নিয়েছে জনগণের, সদস্যদেরকে অঙ্গীভূত আনসার দের পোশাক পরিয়ে জনতার নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে।
মানবতা আজও বেঁচে আছে তাইতো বুক পেতে দিয়েছে শত্রুদের সামনে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের প্রয়োজন অনেক, সাধারন আনসারের প্রশিক্ষণ আরো অনেক প্রয়োজন অনেক যেন গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পারে সাধারণ আনসার প্রশিক্ষণের জন্য প্রতি মাসে মাসে জন
শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
অঙ্গীভূত আনসার এর নিয়োগ -২০২২-বেতন ১৬.২০০-১৭.৪০০
বেতন ও সুযোগ সুবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৬,২০০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৭,৪০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে ও চিনি মুগডাল প্রদান করা হবে।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ
অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন! লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ২০/০২/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ২৮/০২/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।
আনসার নিয়োগ বিজ্ঞপ্তি
রেজিস্ট্রেশন ফি বাবন অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অন লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭.০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
ভিডিপি নিয়োগ
অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।
Ansar VDP Job Circular 2022
যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি
(গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
(ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি
(চ) ক থেকে পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
(ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।
অঙ্গীভূত হওয়ার পর সুযোগ-সুবিধাঃ
(ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকা ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
(খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে।
(গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
(ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
আপনাদের সমস্যাগুলো নিয়ে একজন থেকে অপর জনের সাথে আলোচনা করুন নিশ্চয় সমাধান খুঁজে পাবেন
এ,কে,আজাদ - জীবন যুদ্ধে কখনও হেরে হারিয়ে যাওয়ার চিন্তা করিও না হারজিত প্রত্যেকটা ক্ষেত্রে
রয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ন্যায় নীতি নিয়ে বাঁচতে চাই তা সম্ভব হয়ে
ওঠেনা কোন কোন মানুষের হীনতা কখন প্রণীত হয় আমরা সমাজে বসত করি প্রত্যেকটি মানুষ
মানুষের জন্য। কিন্তু কখনো কখনো বিশ্বাস ভেঙ্গে দেওয়া মানুষগুলো জন্যই উন্নত
যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগায় না,মহান আল্লাহতালা
আমাদেরকে অনেক বুদ্ধি ও জ্ঞান দিয়েছে সেটি করেছেন কিন্তু আমাদের অলসতার কারণে আমরা
সেগুলো কে ব্যবহার করিনা। আপনারা পরামর্শ করুন একজন থেকে অপর জনের সাথে। অপরজনের
কাছে শেয়ার করুন সহযোগিতা চান নিশ্চয়ই সে যথেষ্ট সহায়তা করার জন্য চেষ্টা করবে।
একটা মানুষ এই অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না একজন
থেকে অপরজনের কাছে তার সমস্যা গুলো শেয়ার করেনা । কারো কাছে অর্থের জন্য সহায়তা
পাবেন না ও কাজের নিশ্চয়ই সে যথেষ্ট চেষ্টা করবে কিন্তু যখন অর্থ নেওয়ার জন্য
সহায়তা চাইবেন তখন আপনার কি কোন সহায়তা করবে না আপনার থেকে দূরে থাকার চেষ্টা
করবে। আপনাদের প্রয়োজনীয় ধরুন একজন থেকে অপরজনের কাছে নিশ্চয়ই আপনারা সাফল্যে
এগিয়ে যাবেন।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
রাজ্জাক পাবলিককে সংবর্ধনা দিলেন আনসার ও ভিডিপি বাহিনীর ডিজি
মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি পিএসসি জি,মহাপরিচালক আনসার ও ভিডিপি মহোদয় কতৃক আনসার ও ভিডিপি একাডেমিতে পিআরএল জনিত আমাকে এক সংবর্ধনা দেয়ার কিছু চিত্র,,পাশে অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসিফ ইকবাল,,ডিডিজি প্রশাসন, ডিডিজি অপারেশন,,ডিডিজি প্রশিক্ষন,,পরিচালক মহোদয়গন এবং বাহিনীর উদ্ধতন কর্মকর্তাগন।
শুক্রবার, ৩ মে, ২০১৯
ট্রেনের টিকেটে হত্যা রহস্য উদ্ঘাটন
গত ২৩ নভেম্বর ব্রাহ্মনবাড়িয়া সদর থানার বেতবাড়ীয়া গ্রামের ধানক্ষেতে পাওয়া যায় একটি গলা কাটা অজ্ঞাত লাশ। সংবাদ পেয়ে ছুটে আসে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেয় হাসপাতাল মর্গে। পরিচয় উদ্ঘাটনের মতো তেমন কিছু পাওয়া যায় না লাশের সাথে। তবে পকেটে পাওয়া যায় দুটি ট্রেনের টিকেট। যাতে লেখা ছিলো হাটহাজারী থেকে চট্টগ্রাম। ছেলেটির পরনের কাপড় এবং মুখে দাড়ি থাকায় ধারণা করা হয় কোন মাদ্রাসার ছাত্র। সে ধারনা থেকেই হাটহাজারী থানাসহ সকল থানায় পাঠানো হয় লাশের ছবি ও বিবরণ। ২৭ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় ছেলের খোঁজ নিতে আসেন বৃদ্ধ বাবা আব্দুল মালেক ও কলেজ পড়–য়া বোন। মাদ্রাসায় তার কোন খোঁজ না পেয়ে ছুটে যান হাটহাজারী থানায় জিডি করার উদ্দেশ্যে। থানা থেকে দেখানো হয় একটি লাশের ছবি। ছবি দেখেই সনাক্ত করেন আকবরকে। তারপর চলে আসেন ব্রাহ্মনবাড়িয়া সদর থানায়। তদন্তকারী অফিসার তাদের সাথে কথা বলে জেনে নেন সকল তথ্য। নিহত আকবর হোসেনের মোবাইল নম্বর নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তা এবং ভিকটিমের পরিবারের দেয়া তথ্যে তদন্তে নতুন মোড় নেয়। খুঁজে পাওয়া যায় জড়িত আসামির তথ্য। এরপর গ্রেফতার হয় ভিকটিমের সহপাঠি ও বন্ধু মাহমুদ। মাহমুদের দেয়া তথ্য মতে তার বন্ধু ও হত্যায় সহযোগিতা করা আসামি ইকবালকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হয় হত্যায় ব্যবহৃত ছোরা। বিজ্ঞ আদালতে দিয়েছে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে সামান্য টাকা দেনা পাওনা নিয়ে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়। এরপর মাহমুদ পরিকল্পনা করে আকবরকে খুন করার। এজন্য তার পূর্ব পরিচিত বন্ধু ইকবালকে একটি নতুন ধারালো ছুরি কিনে রাখতে বলে। বন্ধু আকবরকে কৌশলে হাটহাজারী মাদ্রাসা থেকে ২০ নভেম্বর নিয়ে আসে ব্রাহ্মনবাড়িয়ায় বন্ধু ইকবালে বাড়িতে। ২১ নভেম্বর রাতের আঁধারে প্রথমে মাথায় আঘাত ও পরে ছুরি দিয়ে গলা কেটে দুই বন্ধু হত্যা করে আকবরকে। তারপর মাহমুদ চলে যায় হাটহাজারী মাদ্রাসায়। সেখান থেকে বিছানা-পত্র ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায় সিরাজগঞ্জে নিজ বাড়িতে। এর মধ্যে আকবরের বোন মোবাইল ফোনে মাহমুদের নিকট ভাইয়ের খোঁজ জানতে চায়। সে তার কোন খোঁজ জানেনা এবং এ বিষয়ে আর কখনও তাকে ফোন করতে নিষেধ করে হুমকিও দেয়। এরপর মাহমুদ মোট ছয়বার মোবাইল নম্বর পরিবর্তন করে।
শুধুমাত্র ট্রেনের টিকেটের সূত্র ধরে ভিকটিমের পরিচয় এবং পরবর্তীতে হত্যা রহস্য হয়েছে উদ্ঘাটন। পুলিশ অফিসারদের মেধা ও দক্ষতায় ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভিকটিমের পরিবারসহ সুধীজন।
শুক্রবার, ২৯ জুন, ২০১৮
আনসার বাহিনীতে বিশাল নিয়োগ -সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ-২০১৮-২০১৯
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ-২০১৮-২০১৯
স্বাগতম !
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করতে প্রশিক্ষণ প্রত্যাশীকে অনলাইনে আবেদন করতে হবে।
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করতে প্রশিক্ষণ প্রত্যাশীকে অনলাইনে আবেদন করতে হবে।
যে সকল জেলার প্রশিক্ষণ প্রত্যাশীরা আবেদন করতে পারবেনঃ
ঢাকা রেঞ্জঃ
১. ঢাকা ২. গাজীপুর ৩. নারায়ণগঞ্জ ৪. মুন্সীগঞ্জ ৫. নরসিংদী ৬. কিশোরগঞ্জ ৭. টাঙ্গাইল ৮. গোপালগঞ্জ ৯. রাজবাড়ী ১০. ফরিদপুর ১১. মাদারীপুর ১২. শরীয়তপুর ১৩. মানিকগঞ্জ
১. ঢাকা ২. গাজীপুর ৩. নারায়ণগঞ্জ ৪. মুন্সীগঞ্জ ৫. নরসিংদী ৬. কিশোরগঞ্জ ৭. টাঙ্গাইল ৮. গোপালগঞ্জ ৯. রাজবাড়ী ১০. ফরিদপুর ১১. মাদারীপুর ১২. শরীয়তপুর ১৩. মানিকগঞ্জ
ময়মনসিংহ রেঞ্জ ঃ
১. ময়মনসিংহ ২. নেত্রকোনা ৩. জামালপুর ৪. শেরপুর
চট্টগ্রাম রেঞ্জঃ
১. চট্টগ্রাম ২. কক্সবাজার ৩. রাঙ্গামাটি ৪. বান্দরবার ৫. খাগড়াছড়ি
আবেদনকারীর যোগ্যতাঃ
- উচ্চতাঃ ন্যূনতম ৫’-৪”
- বুকের মাপঃ ৩০”-৩২”
- বয়স ঃ ১৮-৩০ বছর (২৯-০৬-২০১৮ তারিখে ১৮ বছর এবং ১৫-০৭-২০১৮ তারিখে ৩০ বছর)
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম জেএসসি পাশ
- ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত যারা তারা অগ্রাধিকার পাবেন।
- জাতীয় পরিচয়পত্র/ জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে। (জন্ম নিবন্ধন নম্বর দাখিল করলে আবেদন বাতিল বলে গণ্য হবে)
(বিস্তারিত আরও তথ্য আসবে)
শুক্রবার, ৮ জুন, ২০১৮
আনসার-ভিডিপিতে ১১৬ জনের চাকরি
এ,কে,আজাদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ পদে ১১৬ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা: প্রজেক্টর অপারেটর-০১ টি, সারেং/ লঞ্চ ড্রাইভার-০৩ টি, হিসাব করনিক-০৩ টি, ক্যাশিয়ার-০৪ টি, অফিস সহকারী-০১ টি, সিউউইং, মিনটিং এন্ড স্টিচিং ইন্সট্রাক্টর-০১ টি, সেনিটারী সহকারী-০১ টি, সিগন্যাল অপারেটর-০৬ টি, সূত্রধর-০২ টি, অস্ত্র প্রশিক্ষক-০২ টি, ব্যান্ডস্ ম্যান-০৫ টি, মহিলা ব্যান্ড-৭২ টি, লস্কর-০৪ টি মালী-০১ টি, বাবুর্চি-০৩ টি, নিরাপত্তা প্রহরী-০৭ টি।
বয়স: চলতি বছরের ৩০ জুনের মধ্যে অবশ্যই ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।
চাকরিভেদে বেতন: আট হাজার ২৫০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট
www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক এর আওতায় ৩য়/৪র্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-
আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:৩০ জুন ০৬/২০১৮
নতুন নতুন খবর পেতে নিচের লিংটিতে লাইক দিন।
https://m.facebook.com/bdansarbahini/
ক্যাপশন এ,কে,আজাদ |
রবিবার, ২০ মে, ২০১৮
গাজীপুরে আবাসি হোটেলে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
mobile.facebook.com/bdansarbahini
গাজীপুর জেলার সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর মহোদয়ের নির্দেশে আজ গাজীপুরের ০৪ টি (রোজ ভ্যালী, বন্ধু বোর্ডিং, বৈশাখী এবং বিলাস) আবাসিক হোটেলে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুরের এনডিসি জনাব বি, এম, কুদরত-এ-খুদা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আহমেদ।
এসব হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অবাধ যৌনাচার বিপণনের অভিযোগ রয়েছে। অভিযানে আটককৃতদের জনকে অশ্লীল ও আপত্তিকর অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
হোটেলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গাজীপুরের এসব নামমাত্র আবাসিক হোটেলগুলো মাদকের অবাধ বিস্তার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অস্থিরতার অন্যতম উৎস হিসেবে পরিচিত। ব্যাটেলিয়ন আনসার, স্থানীয় ব্যবসায়ী এবং সর্বস্তরের জনতা এই অভিযানে সক্রিয় সহায়তা প্রদান করেন এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানান।
একই সাথে আপনাদের এলাকায় এ ধরণের কোন হোটেল চালু থাকলে ঠিকানাসহ ছবি কমেন্টসে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
গাজীপুর জেলার সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর মহোদয়ের নির্দেশে আজ গাজীপুরের ০৪ টি (রোজ ভ্যালী, বন্ধু বোর্ডিং, বৈশাখী এবং বিলাস) আবাসিক হোটেলে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুরের এনডিসি জনাব বি, এম, কুদরত-এ-খুদা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আহমেদ।
এসব হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অবাধ যৌনাচার বিপণনের অভিযোগ রয়েছে। অভিযানে আটককৃতদের জনকে অশ্লীল ও আপত্তিকর অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
হোটেলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গাজীপুরের এসব নামমাত্র আবাসিক হোটেলগুলো মাদকের অবাধ বিস্তার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অস্থিরতার অন্যতম উৎস হিসেবে পরিচিত। ব্যাটেলিয়ন আনসার, স্থানীয় ব্যবসায়ী এবং সর্বস্তরের জনতা এই অভিযানে সক্রিয় সহায়তা প্রদান করেন এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানান।
একই সাথে আপনাদের এলাকায় এ ধরণের কোন হোটেল চালু থাকলে ঠিকানাসহ ছবি কমেন্টসে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
এসএসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার বলেন, তাঁরা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৪ ও ৫ মে ছুটির দিন । এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাঁদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটা ধরেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার বলেন, তাঁরা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৪ ও ৫ মে ছুটির দিন । এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাঁদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটা ধরেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
সাধারণ আনসার প্রশিক্ষণ প্রত্যাশিদের জানার জন্য অগুরুত্বপূর্ণ কিছু তথ্য।
♥♥♥♥ মোঃআবুল কালাম আজাদ♥♥♥♥
সাধারণ আনসার প্রশিক্ষণার্থির যোগ্যতা যোগ্যতা,
বাছাইয়ের স্থান তারিখ সময় সম্পর্কে জানতে খবরের
কাগজটি সংগ্রহ করুন। যাদের কাছে খবরের কাগজ
পৌছাবেনা তাদের সুবিধার্থে পর্যায়ক্রমে
ওয়েবসাইটে এবং ফেসবুকে পেজ বিজ্ঞপ্তিটি প্রকাশিত
হবে। https://www.facebook.com/bdansarbahini/
সাধারণ আনসার প্রশিক্ষণ প্রত্যাশিদের জানার জন্য
অগুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
১. সাধারণ আনসার প্রশিক্ষণার্থি বাছাই স্থায়ী
কোন সরকারী চাকুরী নয়। যারা উচ্চ শিক্ষিত এবং
স্থায়ী সরকারী চাকুরী খুঁজছেন তাদের এখানে
আবেদন করার দরকার নেই।
২. এ প্রশিক্ষণ তাদের জন্য যাদের স্থায়ী সরকারী
চাকুরিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা নেই।
৩. আবেদনকারীদের বাছাই করা হবে দুটিধাপে।
প্রাথমিক বাছাই শারিরিক যোগ্যতার ভিত্তিতে।
দ্বিতীয়ধাপে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা।
৪. জেলা কোটা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক
প্রশিক্ষণার্থির চুড়ান্ত বাছাই হবে সফটওয়ারের
মাধ্যমে। সুতরাং কাউকে কোন অনুরোধ করে, সুপারিশ
করে কোন ফল হবে না।
৫. সঠিক আবেদন ফরম পুরণ ও দাখিল করা হলে
আবেদনের শেষ ধাপে অনলাইন সিস্টেমে
স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র তৈরি হবে। উক্ত প্রবেশ
পত্রে আবেদনকারীর আবেদন আইডি, ছবি, জেলা,
বিভাগ,ও বয়সের তথ্য থাকবে। প্রবেশ পত্রটি অবশ্য
অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। প্রবেশ পত্র ছাড়া
বাছাইয়ে অংশগ্রহণ করা যাবে না কোন ক্ররমেই।
৬. আবেদনের গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক জাতীয়
পরিচয়পত্র নম্বর। ভূয়া নম্বর প্রমানিত হলে প্রশিক্ষণ
গ্রহন করেও লাভ হবে না। সঠিক জাতীয় পরিচয়পত্র
ছাড়া স্মার্ট কার্ড প্রিন্ট করা যায় না।
৭. আবেদনে জন্ম নিবন্ধন নম্বর গ্রহণযোগ্য হবে না।
কেউ জাতীয় পরিচয়পত্রের স্থলে জন্মনিবন্ধন নম্বর
দিয়ে আবেদন করলে বাছাই কালে বাদ পড়ে যাবে।
সফটওয়ারে এর ব্যবহার নেই।
৮. আবেদনকারীগণ নির্বাচিত হওয়ার অাকাংখায়
কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না।
সফটওয়ার কোন সুপারিশ ও অনুরোধ গ্রহন করে না।
৯. ভিডিপি সদস্য ও অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থিগণ
সফটওয়ারে অগ্রাধিকার পাবেন। ভূল উচ্চতা
বাছাইকালে সংশোধন করা হবে।
১০. এবার কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী
রেঞ্জের অধীন জেলার প্রার্থিগণ আবেদন করতে
পারবেন।
আরও পরামর্শ থাকবে। এ পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।https://www.facebook.com/bdansarbahini/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)